টেসলার আরও ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

৯ নভেম্বর, ২০২২ ১১:০৮  
৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার কয়েকদিনের মধ্যে নিজের মূল ব্যবসাপ্রতিষ্ঠান টেসলার আরও ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করলেন শত কোটিপতি ইলন মাস্ক। মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ ফাইলিংয়ে দেখা গেছে, ইলেক্ট্রিক গাড়িনির্মাতা টেসলার প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী। ৪ হাজার ৪০০ কোটি ডলারের পাহাড়সমান মূল্যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার মাত্র দু’সপ্তাহের মধ্যেই বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের টেসলা শেয়ার বিক্রির এই খবর সামনে এলো। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দর কমেছে প্রায় ৫০ শতাংশ। তার ওপর, পাওয়ার স্টিয়ারিংয়ে সমস্যার আশঙ্কায় সম্প্রতি ৪০ হাজারের বেশি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে খরচের লাগাম টানতে গণ ছাঁটাই করে টুইটার পরিচালনায় ব্যক্তিগত আইনজীবী, চিফ অফ স্টাফ, একাধিক বিনিয়োগকারী বন্ধু এবং টুইটারের এক সাবেক নির্বাহীকে বেছে নিয়েছেন ইলন মাস্ক। টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসেবে গত সোমবার ইলন মাস্ক দাবি করেছেন, আগের চেয়ে টুইটারে ব্যবহারকারীর সঙ্গে বাড়ছে ব্যবহার। এর প্রমাণ হিসেবে গত জুলাই মাস থেকে বহারকারি বৃদ্ধির গ্রাফ তুলে ধরেছেন তিনি। তাতে বিশ্বব্যাপী অর্থ আয় করা সম্ভব এমন দৈনিক টুইটার ব্যবহারকারীর তালিকাও করেছেন মাস্ক। এর আগের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪০ হাজারের বেশি গাড়ি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে টেসলা। কারণ হিসেবে পাওয়ার স্টিয়ারিংয়ে সম্ভাব্য সমস্যার কথা বলেছে তারা। টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক নানা পরিবর্তন আনছেন। এর মধ্যে রয়েছে টুইটারে ভেরিফায়েড থাকতে মাসে ৮ মার্কিন ডলার করে নেওয়ার মতো সিদ্ধান্তও। এর বাইরে তিনি টুইটারে কর্মী সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছেন। টুইটার প্ল্যাটফর্মে সার্চ উন্নত করা ছাড়াও কনটেন্টে অর্থ আয়ের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।